Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

ক্রমিক নং

সেবাসমুহ/

সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত

কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

সেবা প্রদানের ফি

সংশ্লিষ্ট আইন/বিধি বিধান

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০৯

চূড়ান্ত প্রকাশনা:

 সহকারী সেটেলমেন্ট অফিসার।

 অফিস সহকারী।

 এম এল এস এস।

চূ­ড়ান্ত যাচাই, খতিয়ান ও নকশা মুদ্রণ শেষে সেটেলমেন্ট প্রেস হতে খতিয়ান ও ম্যাপ মুদ্রণ প্রেস হতে মুদ্রিত ম্যাপ পাওয়া সাপেক্ষে চূড়ান্ত প্রকাশনার নোটিশ জারী ও চূড়ান্ত প্রকাশনার তারিখ, স্থান ও সময় ইত্যাদি উল্লেখ করে ভূমি মালিকগণকে খতিয়ান ও নকশা সরকারী ধার্য্য  মূল্যে ক্রয় করতে জানিয়ে দেওয়া হয়। এ সময় খতিয়ান ও নকশায় কোনরুপ ছাপাজনিত, করণীক কিংবা তঞ্চকতাপূর্ণ ভুল পাওয়া গেলে তা সংশোধনের জন্য ভূমি মালিকগণকে জোনাল সেটেলমেন্ট অফিসার/ সহকারী সেটেলমেন্ট অফিসার বরাবরে আবেদন দাখিল করতে হয়।

৩০ কর্মদিবস নকশা ও রেকর্ড বিক্রয় করা হয়।

প্রতিটি খতিয়ান ১০০ টাকা ও প্রতিটি নকশা ৫০০ টাকা। সংশোধন আবেদনে ২০ টাকার কোট ফি সহ আবেদন করতে হয়।

প্রজাস্বত্ব আইনের ১৪৪ ধারার ৭ নং উপ-ধারা

প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৩৩ নং বিধি।

সেটেলমেন্ট অফিসার/ চার্জ অফিসারকে অবহিতকরণ।

১০.

চূড়ান্ত প্রকাশনা কালীন প্রাপ্ত মিস কেসের আবেদন অনুযায়ী সংশোধনঃ

জোনাল সেটেলমেন্ট অফিসার/ সহকারী সেটেলমেন্ট অফিসার।

অফিস সহকারী।

এম এল এস এস।

৫৩৩, ৫৩৭ বিধি- জোনাল সেটেলমেন্ট অফিসার।

 

 

৫৩৪ বিধি- জোনাল সেটেলমেন্ট অফিসার কর্তৃক ক্ষমতাসম্পন্ন রাজস্ব কর্মকর্তা দ্বারা আবেদন যাচাই করে বিধিমতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়।

৬০ দিনের মধ্যে

 

সার্ভে এন্ড সেটেলমেন্ট ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৩৩, ৫৩৪ ও ৫৩৭ নং অনুচ্ছেদ।

পরিচালক (ভূমি রেকর্ড)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

 

চূড়ান্ত প্রকাশনা সম্পন্নের সনদ প্রদান:

চূড়ান্ত প্রকাশনা অফিসার (সহকারী সেটেলমেন্ট অফিসার/ ক্ষমতা সম্পন্ন রাজস্ব কর্মকর্তা)

চূড়ান্ত প্রকাশনা সম্পন্নের ৬০ দিনের মধ্যে প্রকাশনা অফিসার সার্টিফিকেট প্রদান করবেন।

-

-

প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৩৪(১) নং বিধি।

 

১১.

গেজেট্ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব প্রেরণ:

সহকারী সেটেলমেন্ট অফিসার

ভূমি মন্ত্রণালয়ে গেজেট বিজ্ঞপ্তি জারীর জন্য জোনাল সেটেলমেন্ট অফিসার বরাবরে প্রত্যয়নপত্র প্রেরণ।

-

-

প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৩৪(২) নং বিধি।

 

১২.

চূড়ান্ত রেকর্ড ও নকশা হস্তান্তর:

জোনাল সেটেলমেন্ট অফিসার

গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর জেলা প্রশাসকের কার্য্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে চূড়ান্ত প্রকাশিত  নকশা ও রেকর্ড হস্তান্তরের মধ্য দিয়ে জরিপের কাযর্ক্রম সমাপ্ত হয়।

   

প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৩৪ নং বিধি।

সার্ভে এন্ড সেটেলমেন্ট ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৬৯ হতে ৫৭২ অনুচ্ছেদ।

 

১৩.

তথ্য সেবা

পেশকার

মৌজাসমূহের জরিপের সর্বশেষ অবস্থা সম্পর্কিত তথ্য প্রদান।

১ দিন

নেই

-

সহকারী সেটেলমেন্ট অফিসারকে অবহিতকরণ