Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

ভূমি জরিপ কার্যক্রমের ইতিহাস

 

বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের (১৮৮৫) অধীনে ভূমির মালিকানা সমপর্কিত খতিয়ান প্রণয়ন কাজ পরিচালনার লক্ষ্যে 'ভূমি রেকর্ড ও কৃষি' নামে তত্কালীন বোর্ড অব রেভিনিউ এর নিয়ন্ত্রণাধীনে একটি দপ্তর সৃষ্টি করা হয়। পরবর্তীতে ১৮৮৮ সালে 'ভূমি রেকর্ড দপ্তর' নামে একটি স্বতন্ত্র দপ্তর গঠিত হয়। জরিপ বা সার্ভে কাজ 'সার্ভে অব ইন্ডিয়া' নামে পৃথক একটি দপ্তরের ওপর ন্যাস্ত ছিল। ১৯১৯ সালে জরিপের কাজ ভূমি রেকর্ড দপ্তরের ওপর ন্যাস্ত হওয়ায় ভূমি রেকর্ড দপ্তর ভূমি রেকর্ড ও জরিপ পরিদপ্তর হিসাবে গড়ে উঠে।১৯৭৪ সাল পর্যন্ত একজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে এই পরিদপ্তরের কার্যক্রম পরিচালিত হত। এরপর ১৯৭৫ সালে এটি একটি অধিদপ্তরে রূপান্তরিত হয়। Cadastral Survey (C.S )জরিপের সময় সার্ভে ও সেটেলমেন্ট বিভাগের প্রধান অফিস ছিল কোলকাতায়, তবে চলমান C.S রেকর্ডের সময় সংশি্লষ্ট জেলা পর্যায়ে সেটেলমেন্ট অফিস ছিল। দেশ বিভাগের পর অস্থায়ীভাবে বরিশাল জেলার 'ব্রাউন কমপাউন্ডে' জরিপ বিভাগের অফিস স্থাপন করা হয়। পরবর্তীতে বরিশাল জেলা হতে জরিপ অফিস ঢাকার ওয়াইজ ঘাটে নবাব এষ্টেটের বাড়ীতে স্থানান্তর করা হয়। আরো কিছুদিন পরে টিপু সুলতান রোডের (ওয়ারী) ভাড়া বাড়ীতে অফিস স্থানন্তর করা হয়। অধিদপ্তরের নির্মাণ সমাপ্ত হলে ১৯৫৩ সনে টিপু সুলতান রোড হতে জরিপ অফিস বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সেটেলমেন্ট প্রেস অবিভক্ত ভারতের হুগলী হতে স্থানান্তরিত হয়ে ১৯৪৮ সালে প্রথমে রংপুরে স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে এটি ঢাকায় স্থানান্তর করা হয়। ১৯৮৫ সাল থেকে প্রতিষ্ঠিত হয় বৃহত্তর জেলা সদরে জোনাল সেটেলমেন্ট অফিস এবং আওতাধীন উপজেলায়, উপজেলা সেটেলমেন্ট অফিস। ভূমি জরিপ ও ভূমির মালিক/দখলদার সমপর্কিত কাগজপত্র প্রণয়ন ভূমি ব্যবস্থাপনার একটি অপরিহার্য অঙ্গ।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মাঠ পর্যায়ে জোনাল সেটেলমেন্ট অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিসের মাধ্যমে জরিপসহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা ও পর্যালোচনার মাধ্যমে ভূমির স্বত্বলিপি প্রস্তুত করে। দেশের জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ অপ্রতুল হওয়ায় ভূমির ওপর চাপ অত্যাধিক বিধায় এ কাজটি বেশ জটিল এবং সপর্শকাতর।

বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদা সমপন্ন একজন মহাপরিচালকের অধীনে যুগ্ম-সচিব পদমর্যাদা সমপন্ন তিন জন পরিচালক, উপ-সচিব পদমর্যাদা সমপন্ন ঊনিশ জন উপ-পরিচালক / জোনাল সেটেলমেন্ট অফিসার, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা সমপন্ন চলি্লশ জন চার্জঅফিসার / সদর সহঃ সেটেলমেন্ট অফিসার সহ সর্বমোট প্রায় ছয় হাজার কর্মকর্তা ও কর্মচারী অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট অফিস / উপজেলা সেটেলমেন্ট অফিসে কাজ করছেন।

বৃহত্তর যশোর (যশোর,ঝিনাইদহ,মাগুরা,নড়াইল ) জেলার ২১টি উপজেলা নিয়ে গঠিত যশোর সেটেলমেন্ট জোন। জোনের মঞ্জরীকৃত পদ--১জন জোনাল সেটেলমেন্ট অফিসার, ২জন চার্জঅফিসার, ১জন সদর সহকারী সেটেলমেন্ট অফিসার, ২১ জন সহকারী সেটেলমেন্ট অফিসার, ৪২ জন উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার সহ ৩৬০ জন কর্মচারী।

 

সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় নড়াইল সদর, নড়াইল।

 

ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রমে উপজেলা পর্যায়ে স্থায়ী অফিস। এ অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন জোনাল সেটেলমেন্ট অফিস,যশোর জোন, যশোর এর মাধ্যমে সরাসরি পরিচালিত হয়ে থাকে। সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এর উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে  মৌজা ভিত্তিক প্রতিটি  ভূমি খন্ডের চিত্র সহ নকশা ও রেকর্ড হালনাগাদ করণ ।

সকল প্রকার আইন ও বিধি অনুসরণপূর্বক সরেজমিন উপস্থিত থেকে ভূমি মালিকদের উপস্থিতিতে নকশা ও রেকর্ড প্রস্তুত সহ হালনাগাদ করণ।

  

সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় 

"তাজমহল"

হোল্ডিং নং-এইচ-৩৩৯

মুসলিম গোরস্থান রোড,আলাদাতপুর, ( সার গোডাউনের পূর্ব পাশে অবস্থিত )

নড়াইল সদর, নড়াইল।

জরুরী প্রয়োজনে ০১৭১২০৪৭৮৩০